নিউজ ডেস্ক || মহাকুম্ভ মেলাকে উদীয়মান ভারতের চেতনার প্রতিফলন হিসেবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লোকসভায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের বিশেষত্ব, যা সম্প্রতি সমাপ্ত মহাকুম্ভের সময় আরও স্পষ্টভাবে অনুভূত হয়েছে।”
প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন, যখন সমগ্র বিশ্ব নানা চ্যালেঞ্জের সম্মুখীন, তখন ভারতের এই ঐক্যের বিশাল প্রদর্শনী দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, মহাকুম্ভ শুধু ধর্মীয় ও আধ্যাত্মিক মিলনক্ষেত্র নয়, এটি জাতীয় সংহতি ও সংস্কৃতির মিলনের এক বিরল উদাহরণ।
প্রধানমন্ত্রী জল সংরক্ষণের গুরুত্বের ওপরও বিশেষভাবে আলোকপাত করেন। তিনি বলেন, “ভারতের অনেক নদী আজ বিপন্ন অবস্থায় রয়েছে। মহাকুম্ভ আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি, তবে নদীগুলোর সংরক্ষণ ও পুনরুজ্জীবন সম্ভব।” তিনি নদী উৎসব সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এটি নতুন প্রজন্মকে জল সংরক্ষণের গুরুত্ব শেখাবে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, মহাকুম্ভের সফল আয়োজন ভারতের সক্ষমতা সম্পর্কে অনেকের সন্দেহ দূর করেছে। তিনি প্রয়াগরাজে এই ঐতিহাসিক অনুষ্ঠানের সফল বাস্তবায়নে অবদান রাখা সকল ব্যক্তি ও সংগঠনের প্রশংসা করেন এবং বলেন, “এই ঐতিহাসিক ঘটনা দেশবাসীকে নতুন অনুপ্রেরণা দিয়েছে, কারণ এটি জনগণের নেতৃত্বে পরিচালিত হয়েছিল।”
মহাকুম্ভ কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, সংহতি এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির প্রতীক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।