নিউজ ডেস্ক ।। মহারাজগঞ্জ বাজারে ফায়ার সার্ভিস অফিসের সামনে গ্রেনেড আকৃতির একটি রহস্যময় বস্তু দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বস্তুটি দেখতে পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এবং বম্ব স্কোয়াড ঘটনাস্থলে ছুটে যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বস্তুটি দেখতে গ্রেনেডের মতো হলেও এটি বিস্ফোরক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বম্ব স্কোয়াড সতর্কতার সাথে বস্তুটি উদ্ধার করে নিয়ে গেছে এবং এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। তদন্তের পর বিষয়টি সম্পর্কে আরও তথ্য প্রকাশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।