নিউজ ডেস্ক || ত্রিপুরার শেষ শাসক মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে বলেন, “মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। ত্রিপুরার উন্নয়নে তাঁর অনুকরণীয় প্রচেষ্টার জন্য তিনি প্রশংসিত। জনসেবার প্রতি তাঁর আবেগ, দরিদ্রদের ক্ষমতায়নের প্রতি অঙ্গীকার এবং সামাজিক উন্নয়নের প্রতি নিষ্ঠা আমাদের সর্বদা অনুপ্রাণিত করে।” তিনি আরও উল্লেখ করেন যে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার মহারাজার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য অক্লান্তভাবে কাজ করে চলেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁর এক্স পোস্টে বলেন, “মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি ‘আধুনিক ত্রিপুরার স্থপতি’ হিসেবে স্মরণীয়। তাঁর শিক্ষা, পরিকাঠামো এবং প্রশাসনে দূরদর্শী সংস্কার রাজ্যের প্রগতির ভিত্তি স্থাপন করেছিল। তাঁর ঐতিহ্য ও কীর্তি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।”
একইভাবে, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডাও মহারাজার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। ত্রিপুরার উন্নয়ন ও সংস্কৃতির ক্ষেত্রে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের অবদানকে স্মরণ করে এই শ্রদ্ধার্ঘ্য দেশের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর সম্মানের প্রতিফলন।