নিউজ ডেস্ক || কমলপুর মহকুমার সালেমা থানার মহারাণী এলাকায় পুলিশ আধিকারিকের গাড়ির উপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাঙালী দল। দলের যুগ্ম ও প্রচার সচিব দুলাল ঘোষ এক বিবৃতিতে বলেন, “যাদের হাতে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তারাই যদি আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই পরিস্থিতি উদ্বেগজনক।”
দুলাল ঘোষ জানান, শুধু মহারাণী নয়, সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে আইন রক্ষাকারী বাহিনীর উপর হামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “বিলোনিয়ায় রাতে উচ্চস্বরে ডি.জে. বাজানো নিষিদ্ধ করায় ওরিয়েন্টাল ক্লাবের কর্মকর্তারা থানার ও.সি.-এর উপর হামলা চালিয়েছে। এছাড়া, গোমতী জেলার ডি.এম. অফিসে দেখা না করার অভিযোগে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শান্তিরবাজারে পিকেটারদের হামলায় সাধারণ মানুষের পাশাপাশি পুলিশও আক্রান্ত হয়েছে।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে। দুলাল ঘোষ জানান, মহারাণীতে রিয়াজ দেব্বর্মা নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর জনজাতি সম্প্রদায়ের কিছু ব্যক্তি তাকে ছাড়াতে পুলিশের গাড়িতে হামলা চালায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এর আগেও একাধিকবার থানায় অভিযুক্তদের ধরলে সংগঠিতভাবে থানা আক্রমণ করে তাদের ছাড়িয়ে নেওয়া হয়েছে। এতে পুলিশের উপর মানুষের আস্থা হ্রাস পেয়েছে। এর জন্য ক্ষমতাসীন দল দায়ী, যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করছে।”
আমরা বাঙালী দল রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে, সরকার যেন রাজনীতির ঊর্ধ্বে উঠে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেয়।


