নিউজ ডেস্ক || মহারাষ্ট্রের খুলদাবাদে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের এই দাবির পর রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। এমতাবস্থায় সতর্কবার্তা দিলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী।
মঙ্গলবার এক্স মাধ্যমে মায়াবতী লিখেছেন, “মহারাষ্ট্রে কারও কবর বা সমাধিসৌধ ক্ষতিগ্রস্ত করা কিংবা ভাঙা সঠিক নয়, কারণ এতে পারস্পরিক ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি নষ্ট হচ্ছে। সরকারের উচিত এমন অশান্তি সৃষ্টিকারী উপাদানগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, বিশেষত নাগপুরে, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
বিজেপি শাসিত মহারাষ্ট্রে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। একদিকে হিন্দুত্ববাদী সংগঠনগুলি ঔরঙ্গজেবের সমাধি সরানোর পক্ষে দাবি তুলছে, অন্যদিকে বিরোধীরা একে অশান্তি উসকে দেওয়ার চক্রান্ত বলে অভিহিত করছে। রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।