নিজস্ব প্রতিনিধি || ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব মহা শিবরাত্রি উদযাপিত হচ্ছে। শহরের বিভিন্ন শিব মন্দিরে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। বিশেষ করে বটতলা শিব মন্দির সহ প্রধান মন্দিরগুলিতে পূজারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
পৌরাণিক কাহিনী অনুসারে, এই তিথিতেই ভগবান শিব ও পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল এবং প্রথম জ্যোতির্লিঙ্গের আবির্ভাব ঘটে। তাই এই দিনটি ভগবান শিবের উপাসকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এবছর মহা শিবরাত্রি তিথি শুরু হয়েছে ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ডে এবং শেষ হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ২৯ মিনিট ৩১ সেকেন্ডে। পূণ্যলাভের আশায় ভক্তরা সারারাত উপবাস, মহাদেবের পুজো, ভক্তিমূলক সংগীত ও শিবচরণে দুধ-গঙ্গাজল নিবেদন করছেন।
মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে ধর্মীয় উন্মাদনা লক্ষ করা যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ ও স্বেচ্ছাসেবক দল সক্রিয় রয়েছে। মহাদেবের আশীর্বাদ লাভের আশায় সারারাত জেগে পূজা-অর্চনা করবেন ভক্তরা।