নিউজ ডেস্ক || তেলিয়ামুড়া থানা এলাকার মাইগঙ্গায় আজ সকালে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭৫ বছর বয়সী মনমোহন সরকারের। সকাল আনুমানিক ৮টার সময় আগরতলা থেকে করিমগঞ্জগামী ডেমো ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি রেল পুলিশের দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোর বিষয়ে এলাকাবাসী ও রেলযাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, মনমোহন সরকার নিজ বাড়ির দিকে যাওয়ার পথে অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় প্রাণ হারান। আশ্চর্যজনকভাবে, মৃতদেহটি দীর্ঘ সময় রেললাইনে পড়ে থাকলেও রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে প্রায় ২ থেকে আড়াই ঘণ্টা সময় নেয়। মাত্র দেড় থেকে দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত রেল স্টেশন থেকে এই দেরি রেলযাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এর ফলে ক্ষতবিক্ষত মৃতদেহ রেললাইনে পড়ে থাকে এবং আগরতলাগামী ট্রেনও আটকে থাকে।
এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। উল্লেখ্য, অতীতেও এই এলাকায় একইভাবে বেশ কয়েকটি রেল দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে, যা নিরাপত্তার বিষয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
এলাকাবাসী ও রেলযাত্রীরা রেল কর্তৃপক্ষের কাছে এই ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।