নিউজ ডেস্ক || ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল চলতি মাসের শেষ সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডা. ধনঞ্জয় গণচৌধুরী। তিনি আরও জানান, আজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
ডা. গণচৌধুরী জানান, মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য চারটি বিদ্যালয় নির্বাচিত হয়েছে। এগুলো হলো—বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, বোধজং বালিকা বিদ্যালয়, কামিনী কুমার স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে মহারাণী বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে।
পর্ষদ সভাপতি আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়ন প্রক্রিয়া শেষ করে শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেওয়া সম্ভব হবে।