নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের জয়কে আগে থেকেই নিশ্চিত বলে মন্তব্য করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে অভিনন্দন জানিয়ে বলেন, এবার পশ্চিমবঙ্গকে ‘মুক্ত’ করলে গোটা ভারতের চেহারা বদলে যাবে।
সাহা জানান, তিনি বিহারের চম্পারণে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন এবং তিনটি বিধানসভা কেন্দ্রে প্রচার করেছেন। “সেই তিনটি বিধানসভাতেই এনডিএ এগিয়ে রয়েছে,” বলেন তিনি। তাঁর মতে, লালু প্রসাদ যাদবের শাসনকালের ‘গুন্ডামি’র পর বিহারের জনগণ আর তাঁকে মেনে নেবেন না। “বিহারের জয় নিশ্চিত ছিল,” যোগ করেন সাহা।
বিহার নির্বাচনে এনডিএ-র জয় ভারতের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ। ২০২০ সালের নির্বাচনের পর এবারও নীতিশ কুমারের নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যা কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতা বজায় রাখবে। সাহার মন্তব্য ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি-র সম্প্রসারণের ইঙ্গিত দেয়।
সাহা আরও বলেন, “এখন সময় বাংলার। বাংলা মুক্তি পেলেই গোটা ভারতের চেহারা বদলে যাবে।” এই বক্তব্য ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রতি ইঙ্গিত করে, যেখানে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শক্তিশালী চ্যালেঞ্জ গড়ে তুলতে চায়। বিহারের ফলাফল এনডিএ-র জন্য নতুন আত্মবিশ্বাস যোগাবে, তবে বাংলায় রাজনৈতিক লড়াই তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।


