নিউজ ডেস্ক || শুক্রবার মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মায়ানমারে আঘাত হানে জোড়া শক্তিশালী ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৭ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল প্রায় ৭। এই ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মায়ানমারের মান্দালয় শহরে একাধিক বহুতল ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মান্দালয়ে একটি মসজিদ ভেঙে পড়ায় তার নীচে চাপা পড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, যদিও রয়টার্স এই তথ্য নিশ্চিত করেনি।
ভূমিকম্পের তীব্র কম্পন প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ গগনচুম্বী বহুতল ভেঙে পড়েছে। থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে এবং ৮১ জন নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ব্যাঙ্ককে জরুরি বৈঠকে বসেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে দুই দেশেই উদ্ধারকার্য চলছে পুরোদমে।