নিউজ ডেস্ক || চলতি বছরের “মায়ের গমন” শীর্ষক দুর্গাপূজা কার্নিভাল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে পূজা উদ্যোক্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বৈঠকে আগরতলা পুর নিগম এবং নিগম এলাকা সংলগ্ন বিভিন্ন ক্লাব ও পূজা উদ্যোক্তারা অংশ নেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দপ্তরকে হুক লাইন এবং বৈদ্যুতিক মিটারের সঠিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি, কার্নিভালের সময় জরুরি চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য দপ্তরকে চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়। বিশেষভাবে, হাসপাতালের সামনে শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, কার্নিভালের সময় রাস্তার মোড়গুলিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।
এ বছরের দুর্গাপূজা কার্নিভাল আগামী ৪ঠা অক্টোবর মহারানী তুলসীবতি স্কুলের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই কার্নিভাল মোট ৯টি রোড ক্রস করবে, যা আগরতলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে।
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজা কার্নিভালকে নিরাপদ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।