‘অমৃত ভারত স্টেশন যোজনা’-র আওতায় মাহে রেলস্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল, ২২ মে, ২০২৫, ‘অমৃত ভারত স্টেশন যোজনা’-র অধীনে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০৩টি রেলস্টেশনের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কেন্দ্রশাসিত পুদুচেরির মাহে রেলস্টেশন, যা যাত্রীদের জন্য আধুনিক সুবিধার নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।
মাহে স্টেশনে যাত্রীসেবার পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যাপক কাজ সম্পন্ন হয়েছে। নতুন ওয়েটিং রুম নির্মাণের পাশাপাশি প্ল্যাটফর্ম ও শৌচাগার ব্লকগুলিকে আধুনিক ও উন্নত করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে এবং গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রী ও দর্শনার্থীদের কোনও অসুবিধা না হয়।
‘অমৃত ভারত স্টেশন যোজনা’-র লক্ষ্য হল ভারতের রেলস্টেশনগুলিকে বিশ্বমানের করে তোলা এবং যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক করা। মাহে স্টেশনের এই পুনর্নির্মাণ কাজ সেই লক্ষ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।