নতুন কমিটির প্রথম বৈঠকে হাজির মানিক সাহা, ঘোষণা নতুন মণ্ডল অফিস নির্মাণের
নিউজ ডেস্ক || নবগঠিত ৮ নং টাউন বড়দোয়ালী মণ্ডল কমিটির দায়িত্ব গ্রহণের পর রবিবার প্রথমবারের মতো নিজের বিধানসভা কেন্দ্রের মণ্ডল কার্যালয়ে পৌঁছালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। আকস্মিক এই সফরে মণ্ডল নেতৃত্ব ও কর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাসের ঢেউ।
রবিবার দুপুরে বড়দোয়ালী মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। মুখ্যমন্ত্রী নতুন কমিটির সভাপতি, সম্পাদকসহ অন্যান্য পদাধিকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আগামী দিনের কর্মসূচি এবং স্থানীয় সমস্যা নিয়েও বিস্তারিত কথা হয় বলে জানা গেছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. মানিক সাহা জানান, “এখানে সব সময়ই আসার ইচ্ছে হয়, কিন্তু ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। আজ রবিবার, রাস্তায় যানজট কম থাকবে ভেবে হঠাৎ চলে এলাম।” তিনি আরও বলেন, বর্তমান মণ্ডল কার্যালয়ের জায়গা সংকুচিত হয়ে গেছে। তাই অতি শীঘ্রই নতুন ও বৃহত্তর মণ্ডল অফিস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে মুখ্যমন্ত্রী অতীতের রাজনৈতিক সংগ্রাম ও সাংগঠনিক অভিজ্ঞতার কথাও স্মরণ করেন। নতুন কমিটি গঠনের পরপরই মুখ্যমন্ত্রীর এই সরাসরি উপস্থিতিকে দলের তৃণমূলকে শক্তিশালী করার স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
স্থানীয় কর্মী-সমর্থকরা জানান, মুখ্যমন্ত্রীর এই আকস্মিক সফর তাঁদের নতুন করে উজ্জীবিত করেছে। আগামী দিনে সংগঠন আরও বেগবান হবে বলে আশাবাদী তাঁরা।


