নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গত বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে হাসপাতালের স্বাস্থ্যসেবা, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, “যথাযথভাবে সন্তান প্রসব এবং সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসা পরিষেবা সঠিক সময়ে প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, হাসপাতাল পরিসরে গড়ে ওঠা ত্রিপুরা ডেন্টাল কলেজ এবং বর্তমানে নির্মীয়মান হোস্টেলের বিষয়গুলিও এই বৈঠকে আলোচিত হয়েছে।” তিনি আরও বলেন, “প্রথম থেকেই যদি ত্রিপুরা ডেন্টাল কলেজের যথাযথ প্রচার-প্রসার করা যায়, তবে তা নিশ্চিতভাবে ত্রিপুরার জন্য গৌরব বয়ে আনবে।”
মুখ্যমন্ত্রী ডক্টর সাহা জানান, আইজিএম হাসপাতালের স্বাস্থ্যসেবাকে আরও সুবিন্যস্ত করতে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিয়োগের বিষয়টিও এদিনের বৈঠকে আলোচিত হয়েছে। হাসপাতালের সামগ্রিক উন্নয়ন, রোগীদের যত্ন এবং অবকাঠামোগত অগ্রগতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই বৈঠকের মাধ্যমে আইজিএম হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নতির ক্ষেত্রে নতুন দিশা প্রদানের প্রচেষ্টা আরও জোরদার হলো। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই উদ্যোগ ত্রিপুরার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।