নিজস্ব প্রতিনিধি || রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বৃহস্পতিবার সকালে সিপাহীজলার মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ১ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১২ কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবনের উদ্বোধন হয়। এই অত্যাধুনিক ভবনে রয়েছে একটি লাইব্রেরি, প্রধান শিক্ষকের কক্ষ, ক্লাসরুম, অতিরিক্ত ক্লাসরুম, বিজ্ঞান বিভাগের জন্য চারটি পৃথক কক্ষ, আর্টসের জন্য প্র্যাকটিক্যাল কক্ষ, একটি কম্পিউটার রুম, অন্যান্য সামগ্রীর জন্য একটি কক্ষ এবং ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক টয়লেট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সমাহর্তা, জেলা পুলিশ সুপার, শিক্ষা দপ্তরের অধিদপ্তর, এলাকার বিধায়িকা এবং জেলা সভাধিপতি। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী গত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ১০০% পাশের কৃতিত্ব অর্জন করা মধুপুর স্কুলের প্রধান শিক্ষিকার হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ী কর্মীদের কাজের দক্ষতার জন্য তাদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যে উন্নয়নের জোয়ার চলছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও রাজ্যকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত ২৫ বছরে যা সম্ভব হয়নি, তা আমাদের সরকারের আমলে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।”
এই নতুন ভবন শিক্ষার মানোন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের জন্য উন্নত পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।