নিজস্ব প্রতিনিধি || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার নেতৃত্বে বিশালগড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে ছয়টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিশালগড়ের নতুন টাউন হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই প্রকল্পগুলির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব, বিধায়িকা অন্তরা দেব সরকার, সিপাহীজলা জেলার জেলাশাসক ডঃ সিদ্ধার্থ শিব জাসওয়াল, জেলার পুলিশ প্রধান বিজয় দেববর্মা সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে ৪ কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক কক্ষ নির্মাণ, ৮ কোটি টাকা ব্যয়ে বিশালগড় মহকুমা শাসকের নতুন অফিস ভবনের শিলান্যাস এবং ১১ কোটি টাকা ব্যয়ে বিশালগড় থেকে গোলাঘাটি পর্যন্ত রাস্তার উদ্বোধন। এছাড়াও, সিপাহীজলা জেলার বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রীর হাত ধরে সাতটি আরোগ্য মন্দিরের উদ্বোধন সম্পন্ন হয়েছে।
এই প্রকল্পগুলি বিশালগড় তথা সিপাহীজলা জেলার স্বাস্থ্য, প্রশাসনিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, রাজ্য সরকার জনকল্যাণ ও উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলেছে, এবং এই প্রকল্পগুলি সেই প্রতিশ্রুতির প্রতিফলন।