নিউজ ডেস্ক || আগরতলা, ১৪ জুন, ২০২৫ – মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা দু’দিনব্যাপী ৮ম এইচ.এফ.টি. লিভারকনের উদ্বোধন করেছেন। এই কর্মসূচিটি হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা দ্বারা আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ‘দ্য ভয়েস অব লিভার’ নামে একটি স্মরণিকার আবরণ উন্মোচন করেন। এই বছরের কর্মসূচির থিম হলো- ‘লিভার হেলথ ফর অল, এমপাওয়ারমেন্ট অব কমিউনিটি’।
হেপাটাইটিস নিয়ন্ত্রণে রাজ্যের সাফল্য:
- টিকাকরণ: রাজ্যে এখন পর্যন্ত ১৪ লক্ষ মানুষকে হেপাটাইটিস-বি টিকাকরণের আওতায় আনা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬ হাজারের বেশি টিকা পাওয়া গেছে।
- পরীক্ষা: হেপাটাইটিস-বি ও সি-এর জন্য র্যাপিড কিট-ভিত্তিক শনাক্তকরণ এখন উপ-স্বাস্থ্যকেন্দ্র স্তর পর্যন্ত করা হচ্ছে।
- চিকিৎসা:
- ২০২০ সাল থেকে রাজ্যে ১,৩১৩ জন হেপাটাইটিস-সি আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলা হয়েছে।
- হেপাটাইটিস-বি আক্রান্ত ৩,৪৭৬ জন রোগীকে আজীবন বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
- এজিএমসি ও জিবিপি হাসপাতাল ছাড়াও সব জেলা হাসপাতাল এবং বিশালগড় মহকুমা হাসপাতালে হেপাটাইটিস-বি ও সি-এর বিনামূল্যে চিকিৎসা উপলব্ধ রয়েছে। রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়।
স্বাস্থ্যখাতে অন্যান্য উন্নয়ন:
- মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যে ফ্যাটি লিভার রোগের হার বাড়ছে, যার ফলে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের মতো রোগ বৃদ্ধি পাচ্ছে।
- প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় যথাক্রমে প্রায় ২৩৯ কোটি এবং ১৭ কোটি টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে।
- গোমতী, ধলাই ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ট্রমা কেয়ার সেন্টার চালু করা হয়েছে এবং শীঘ্রই উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালেও এটি চালু হবে।
- ধলাই ও দক্ষিণ ত্রিপুরা জেলায় আরও দুটি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে।
- পিএম ডিভাইন প্রকল্পে ৫১৫ কোটি টাকা ব্যয়ে ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়ন, এজিএমসি ও জিবিপি হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য বিভাগ এবং বিশ্রামগঞ্জে নেশামুক্তি কেন্দ্র স্থাপন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডা. গৌরদাস চৌধুরী, হেলথ সার্ভিসেসের অধিকর্তা ডা. তপন মজুমদার, আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. প্রদীপ ভৌমিক এবং সম্পাদক ডা. অর্কদীপ চৌধুরী।