নিউজ ডেস্ক || স্বাধীনতা দিবসের প্রাক্কালে ত্রিপুরা পুলিশের ১৪ জন আধিকারিককে মুখ্যমন্ত্রী পদক দিয়ে সম্মানিত করা হচ্ছে। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হবে। গোয়েন্দা দক্ষতায় বিশেষ অবদানের জন্য আইপিএস কৃষ্ণেন্দু চক্রবর্তী এই সম্মান পাচ্ছেন।
এছাড়াও, আইন-শৃঙ্খলা রক্ষায় কান্তা জানগির ও জয়ন্ত কর্মকার, সন্ত্রাসবিরোধী অভিযানে জেরেমিয়া ডারলং এবং মাদকবিরোধী অভিযানে সৌগত চাকমা পুরস্কৃত হচ্ছেন। কমিউনিটি পুলিশিং, প্রশিক্ষণ ও ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা এই সম্মানে ভূষিত হবেন।
এই পুরস্কার ত্রিপুরা পুলিশের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং সমাজে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এটি রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে।