নিউজ ডেস্ক || মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক হিংসা ও হিন্দু বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। শনিবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব শুধু মুসলিমদের নয়, হিন্দুদেরও নিরাপত্তা দেওয়া। মুর্শিদাবাদের ঘটনা প্রমাণ করে যে হিন্দুরা রাজ্য থেকে পালাতে বাধ্য হচ্ছে। রাজ্য সরকারের সামনেই এমন ঘটনা ঘটাটা দুর্ভাগ্যজনক।”
গিরিরাজ সিং আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, “রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব সরকারের, কিন্তু মুর্শিদাবাদের ঘটনা তার উলটো চিত্র তুলে ধরছে।”
এদিকে, আরজেডি নেতা তেজস্বী যাদবের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে গিরিরাজ সিং তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আরজেডি এখনই বিহারের জনগণকে ভয় দেখানো শুরু করেছে। কিন্তু জনগণ তাদের ধ্বংসযজ্ঞ চালানোর কোনো সুযোগ দেবে না।”
মুর্শিদাবাদের এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুললেও, তৃণমূল কংগ্রেস এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।