নিউজ ডেস্ক ।। চলতি বছরের মে মাসে ত্রিপুরায় বৃষ্টিপাত স্বাভাবিক মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছে রাজ্যের আবহাওয়া দফতর। এই মাসে রাজ্যে গড়ে ৪১৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত বছরের মে মাসের ৩৯১.৯ মিলিমিটারের তুলনায় কিছুটা বেশি।
মৌসম বিভাগের তথ্য অনুযায়ী, মে মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ঊনকোটি জেলায়। এই জেলার কৈলাসহরে ২৪ ঘণ্টায় সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, উত্তর ত্রিপুরা জেলায় মে মাসে ৫৩২.২ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে, যা উল্লেখযোগ্য।
আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, এই স্বাভাবিক বৃষ্টিপাত কৃষি ও পরিবেশের জন্য সুফল বয়ে আনবে। তবে, কিছু এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে সতর্কতা জারি করা হয়েছে। আগামী দিনগুলোতে আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মৌসম বিভাগ।