নিউজ ডেস্ক || বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের আধুনিকায়ন এবং উন্নয়নের পথে আরেকটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে। মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রকের সভাকক্ষে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রকের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
প্রকল্পটির জন্য বরাদ্দকৃত বাজেট ৪,০৬,৮২২.৭২ লক্ষ টাকা, যার মধ্যে জিওবি ৪৭,৫৩২.৯৭ লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ ৩,৫৯২৮৯.৭৫ লক্ষ টাকা। প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পের কাজের মধ্যে রয়েছে ৩৬৮ মিটার দৈর্ঘ্যের দুইটি কন্টেইনার জেটি নির্মাণ, লোডেড ও খালি কন্টেইনারের জন্য ইয়ার্ড নির্মাণ এবং বন্দর সুবিধা আধুনিকীকরণ।
উন্নত ও আধুনিক মোংলা বন্দর গড়ে ওঠায় বাংলাদেশ এবং আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।