নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপূজা ও দীপাবলির প্রাক্কালে দেশবাসীকে বিশেষ উপহার দিয়েছেন। জিএসটি সংস্কারের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর ফলে প্রতিটি পরিবার সরাসরি উপকৃত হবে। আজ আগরতলার মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন ত্রিপুরা বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কারের ফলে বিভিন্ন ক্ষেত্রে করের হার হ্রাস করা হয়েছে। এই সংস্কারের সুবিধা সম্পর্কে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করতে তিনি বাজারে সরাসরি মতবিনিময় করেন। তিনি জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে জিএসটি সংস্কারের সুবিধাগুলি তুলে ধরা এবং তাদের উপকৃত করা।
রাজীব ভট্টাচার্য্য আরও বলেন, “ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে নতুন জিএসটি সংস্কারকে ঘিরে ইতিমধ্যেই খুশির আবহ স্পষ্ট। এই সংস্কারের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমায় সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।” পাশাপাশি, তিনি স্বদেশী পণ্যের ব্যবহার বাড়ানোর জন্যও সকলকে উৎসাহিত করেন।
এই উদ্যোগের ফলে বাজারে ইতিমধ্যেই ইতিবাচক প্রভাব পড়েছে। ব্যবসায়ী ও ক্রেতারা এই সংস্কারকে স্বাগত জানিয়েছেন এবং আসন্ন উৎসবের মরসুমে এর সুফল পাওয়ার আশা প্রকাশ করেছেন।


