ত্রিপুরায় মোদি সরকারের ১১ বছরের সাফল্য: উত্তর পূর্বে উগ্রপন্থার সমাধান, বিনিয়োগের নতুন সম্ভাবনা
নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১১ বছরে উত্তর পূর্বাঞ্চলে উগ্রপন্থী সমস্যার সমাধান হয়েছে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে এই অঞ্চলে বিনিয়োগের আগ্রহ বেড়েছে। মোদি সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে আজ প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে, যা এই অঞ্চলকে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত করেছে।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মোদি সরকারের ‘সেবা, সুশাসন ও গরীব কল্যাণে’র স্বর্ণিম ১১ বছরের যাত্রার খতিয়ান তুলে ধরেন। এই উপলক্ষে তিনি মোদি সরকারের সাফল্যের তথ্যচিত্র সম্বলিত একটি পুস্তিকার আবরণও উন্মোচন করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদী যে প্রতিশ্রুতি দেন, তা পূরণ করেন। তাঁর নেতৃত্বে ভারত বিশ্ব অর্থনীতিতে দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে, যা দেশের আগামী প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “পূর্বে উত্তর পূর্বাঞ্চলকে কেউ চিনতো না, জানতো না। কিন্তু মোদীজির নেতৃত্বে এই অঞ্চল এখন বিশ্বের কাছে পরিচিত। ত্রিপুরায় গত ১১ বছরে রাস্তাঘাট, অবকাঠামো ও অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যাপক অগ্রগতি হয়েছে। বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে, যা অতীতে বঞ্চিত ছিল।”
ত্রিপুরায় উন্নয়নের এই নতুন জোয়ার এবং মোদি সরকারের নীতির ফলে রাজ্যে বিনিয়োগের পরিবেশ সুদৃঢ় হয়েছে। মুখ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চল বিকশিত ভারতের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে।