নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দিনের শ্রীলঙ্কা সফর শনিবার সকালে শুরু হয়েছে। কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে তাঁকে গার্ড অফ অনার ও তোপধ্বনির মাধ্যমে অভিবাদন জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকে। এর আগে শুক্রবার ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের পর প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কায় পৌঁছেছেন।
শনিবার সকালে রাষ্ট্রপতি দিশানায়েকের সঙ্গে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে আগমনের পর প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।