নিজস্ব প্রতিনিধি || গোলাঘাটি কলকলিয়া মনিপুরী পাড়ার কাছে রাস্তার পাশে নির্মিত যাত্রী শেডটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জানা গেছে, ২০২২-২৩ অর্থবর্ষে এলাকার বিধায়কের উন্নয়ন তহবিল থেকে ২ লক্ষ ৫০ হাজার ৭৫৬ টাকার বরাদ্দে এই যাত্রী শেডটি নির্মাণ করা হয়। স্থানীয় নির্মাণ শ্রমিক মিঠুন দেবনাথ এবং ক্ষিতিশ দেবনাথ নেতৃত্বে অন্যান্য শ্রমিকরা এই কাজ সম্পন্ন করেন।
তবে, নির্মাণ কাজ শেষ হওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও শ্রমিকদের এক লক্ষ টাকার বকেয়া বিল মেটানো হয়নি। একাধিকবার জম্পুইজলা মহকুমা শাসকের অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে আলোচনার চেষ্টা করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।
তাদের দাবি নিয়ে হতাশ শ্রমিকরা শুক্রবার সংবাদ মাধ্যমের শরণাপন্ন হন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের পাওনা দ্রুত মেটানোর আবেদন জানান।
বকেয়া টাকার সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে কি না, এখন সেটাই দেখার বিষয়। তবে পরিস্থিতি খুব স্পর্শকাতর এবং শ্রমিকদের ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ প্রয়োজন।