নিউজ ডেস্ক || গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলনকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যজুড়ে বিভিন্ন শাখা সংগঠনের অঞ্চল সম্মেলন চলছে। এরই অংশ হিসেবে রবিবার রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি যুদ্ধবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বিপুল সংখ্যক নারী ও সমাজকর্মী অংশ নিয়ে যুদ্ধ ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে “যুদ্ধ নয় শান্তি চাই”, “আমেরিকার দাদাগিরি বন্ধ করতে হবে”, “ভারতের বিদেশ নীতি পরিবর্তন করতে হবে” সহ বিভিন্ন জোরালো দাবি উত্থাপিত হয়। প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাঁদের বক্তব্য তুলে ধরেন।
উপস্থিত বক্তারা বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে এবং অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে। তাঁরা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধানের আহ্বান জানান। এই মানববন্ধন শান্তিকামী মানুষের ঐক্য ও সংহতির এক জ্বলন্ত প্রতীক হয়ে উঠেছে।