নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেছেন, যুবসমাজ দেশের অন্যতম সমৃদ্ধ মানবসম্পদ এবং তারাই আগামীদিনে উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠবে। নব-অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ১৭তম বার্ষিক শিশু মেলা উপলক্ষ্যে আয়োজিত রক্তদান ও যুব উৎসবে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দের জীবনী ও আদর্শ তুলে ধরে যুবকদের দেশপ্রেমী ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “যুবসমাজকে স্বামী বিবেকানন্দের চিন্তা, চেতনা ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচি এবং প্রাচীন শিক্ষাকেন্দ্রগুলির পুনরুদ্ধারের উল্লেখ করে তিনি ভারতের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা—২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি—তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ‘নিউ ইন্ডিয়া’ আহ্বানের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য সরকার ‘নিউ ত্রিপুরা’ গড়ে তুলতে উদ্যোগী। ত্রিপুরার জিএসডিপি উত্তর-পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে এবং মাথাপিছু আয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নীতি আয়োগের সূচকে ত্রিপুরা ফ্রন্ট রানার রাজ্য হিসেবে উন্নীত। অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক বি কে রায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী কয়েকজন যুবক-যুবতীকে সংবর্ধিত করেন এবং রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।
এই উৎসব যুবসমাজের প্রতিভা বিকাশে সহায়ক হবে এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকা আরও শক্তিশালী করবে। আগামীতে এমন উদ্যোগগুলি যুবকদের দেশপ্রেমী করে তুলতে সাহায্য করবে, যা ভারতের সামগ্রিক অগ্রগতির পথ প্রশস্ত করবে।


