হাপানিয়ায় উৎসাহ-উদ্দীপনায় পালিত হল ১১তম আন্তর্জাতিক যোগ দিবস
নিউজ ডেস্ক || সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১১তম আন্তর্জাতিক যোগ দিবস। এদিন রাজ্যের মূল সরকারি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
হাপানিয়ায় আয়োজিত যোগ মহোৎসবে মুখ্যমন্ত্রী বলেন, “যোগাসন প্রাচীন ভারতীয় ঐতিহ্যের একটি অমূল্য সম্পদ। এটি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগের মাধ্যমে আমরা অবসাদ থেকে মুক্তি পেতে পারি এবং শরীর-মনকে সুস্থ রাখতে পারি।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় ভারতের এই সুপ্রাচীন যোগাভ্যাস আজ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। “নিয়মিত যোগ ব্যায়াম শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি এনে দেয়। এটি এখন ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে গ্রহণযোগ্যতা পেয়েছে,” বলেন তিনি।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং যোগাসনের বিভিন্ন কৌশল প্রদর্শিত হয়। এই আয়োজন যোগের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


