নিউজ ডেস্ক || গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলন উপলক্ষে আজ আগরতলার জিবি হাসপাতালের অডিটোরিয়াম হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগে মোট ৪৫ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন, যা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উৎপল চাকমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার রক্তদানের গুরুত্ব ও মানবিক তাৎপর্য তুলে ধরে বলেন, “রক্তদান জীবন বাঁচায়—এটা শুধু স্লোগান নয়, বাস্তব সত্য।” তিনি রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
মেয়র আরও বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং সামাজিক দায়িত্ব পালনে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উৎপল চাকমা জানান, এই শিবিরের মাধ্যমে তারা সমাজে সচেতনতা বৃদ্ধি এবং জীবন রক্ষায় অবদান রাখতে চান। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আগামীতে আরও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এই রক্তদান শিবির আগরতলার মানুষের মধ্যে সংহতি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।