নিউজ ডেস্ক || শুক্রবার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এম.বি.বি. ক্লাব হাউজে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টি.সি.এ.) আয়োজিত একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ক্রিকেটারদের জন্য ব্যাটারিচালিত ড্রিংকস কারের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ক্রীড়াক্ষেত্রে নিয়মিত অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন এবং রাজ্য সরকারের ক্রীড়া উন্নয়ন ও নতুন প্রতিভা অন্বেষণে নেওয়া উদ্যোগের কথা জানান।
তিনি বলেন, “নিয়মিত অনুশীলন ক্রীড়াক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, তাদের সামনে নিয়ে আসতে হবে।” টি.সি.এ.-র ক্রিকেট প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি সংগঠনটির প্রশংসা করেন এবং ক্রীড়া প্রশিক্ষকদের খেলোয়াড়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করেন। মুখ্যমন্ত্রী গত বছরের বন্যা ও করোনা পরিস্থিতিতে টি.সি.এ.-র সামাজিক দায়বদ্ধতার ভূমিকারও উল্লেখ করেন।
রক্তদান শিবির প্রসঙ্গে তিনি বলেন, “রক্তদানের কোনো বিকল্প নেই। রাজ্যে ১৪টি সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংক রক্তের চাহিদা ও জোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখছে।” তিনি টি.সি.এ.-র সঙ্গে যুক্ত ক্লাব ও সংগঠনগুলোকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান এবং রক্তদাতাদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় বলেন, “টি.সি.এ. সারা বছর ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছে। রাজ্য সরকার খেলোয়াড়দের শুধু সুযোগই দেয় না, তাদের সম্মানও জানায়।”
টি.সি.এ.-র সম্পাদক সুব্রত দে স্বাগত বক্তব্য রাখেন, এবং এস.বি.আই-এর রিজিওন্যাল ম্যানেজার দেবাশিস চন্দ্র দাস ও টি.সি.এ. সভাপতি তপন লোধ ধন্যবাদ জ্ঞাপন করেন। এই শিবিরে মোট ১১৪ জন রক্তদাতা অংশ নেন।
এই উদ্যোগ ত্রিপুরার ক্রীড়া ও সামাজিক ক্ষেত্রে টি.সি.এ. এবং রাজ্য সরকারের প্রতিশ্রুতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে।