নিউজ ডেস্ক ।। গোমতী জেলা সিপিআইএম-এর উদ্যোগে শনিবার উদয়পুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। আসন্ন সিপিআইএম-এর ২৪তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রতন ভৌমিক, গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ, উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, “রক্তের কোনো বিকল্প নেই। রক্তের কোনো জাত নেই। বিজ্ঞানীরা আজও রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেননি। তাই রক্তদানে মানুষকে এগিয়ে আসতে হবে।” তিনি অভিযোগ করেন, গত পাঁচ-ছয় বছর ধরে গণতান্ত্রিক সংগঠনগুলির রক্তদান উদ্যোগে শাসক দলের কিছু সমাজবিরোধী বাধা সৃষ্টি করছে। এমনকি রক্তদাতাদের উপর আক্রমণের ঘটনাও ঘটেছে।
মানিক সরকার আরও বলেন, “শুধু একদিন রক্তদান করলেই চলবে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বছরে তিনবার রক্তদান করা সম্ভব। সেই অনুযায়ী সবাইকে বছরে তিনবার রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাই।” তিনি দেহদান ও চক্ষুদানের মতো মহৎ উদ্যোগেও অংশগ্রহণের আহ্বান জানান। শিবিরে বিপুল সংখ্যক রক্তদাতা অংশগ্রহণ করেন।