নিউজ ডেস্ক ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে একাধিক কর্মসূচী নিয়ে সফরে যাচ্ছেন। তাঁর এই সফরে উন্নয়ন ও জনকল্যাণ প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি জনসভায় অংশগ্রহণের কথা রয়েছে। প্রথমে মহারাষ্ট্রের নাগপুরে পৌঁছে তিনি শ্রুতি মন্দির ও দীক্ষাভূমি দর্শন করবেন। এরপর মহাদেব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করবেন এবং একটি জনসভায় জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।
নাগপুরে প্রধানমন্ত্রী সোলার ডিফেন্স ও এরোস্পেস লিমিটেডে ইউএভি (অনম্যানড এরিয়াল ভেহিকল) গাড়ির ব্যবস্থাপনার উদ্বোধন করবেন, যা প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এরপর তিনি ছত্তিশগড়ের বিলাসপুরে পৌঁছাবেন, যেখানে প্রায় ৩৩ হাজার কোটি টাকার একাধিক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলির মধ্যে অবকাঠামো, স্বাস্থ্য ও শিল্প উন্নয়নের বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে, যা দেশের বিভিন্ন প্রান্তে অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি করবে।