বাংলাদেশে রবীন্দ্রনাথের পৈতৃক বাড়িতে হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল
নিউজ ডেস্ক || বাংলাদেশের শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে মৌলবাদীদের হামলার প্রতিবাদে আজ (১৬ জুন, ২০২৫) শহরের রাজপথে বিক্ষোভ মিছিল করেছে প্রদেশ বিজেপি। আস্তাবল (স্বামী বিবেকানন্দ) ময়দান থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাংলাদেশ সহকারি হাই কমিশন অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রদেশ বিজেপির নেতৃত্বরা হাই কমিশন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বাংলাদেশের বর্তমান নেতা মহম্মদ ইউনূসের পদত্যাগের দাবি জানান।
প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বাংলাদেশে মহম্মদ ইউনূসের অনুসারী ও সরকারপন্থী মৌলবাদীদের দ্বারা রবীন্দ্রনাথের পৈতৃক বাড়িতে বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এটি কেবল একটি ঐতিহাসিক স্মৃতির ওপর আঘাত নয়, বরং সাহিত্য, সংস্কৃতি ও মানবতাবাদী ভাবধারার ওপর সরাসরি প্রহার। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি বা সাহিত্যিক নন, তিনি ভারতের আত্মিক চেতনার প্রতীক। তাঁর পৈতৃক বাড়ি একটি প্রামাণ্য ঐতিহ্য, যা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “এই ঘটনায় ভারতজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আমরা রাস্তায় নেমে এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” প্রদেশ বিজেপির এই বিক্ষোভ মিছিলে দলের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্কের উপর নতুন উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।