নিউজ ডেস্ক || বাংলাদেশের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুষ্কৃতকারীদের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এই কর্মসূচিতে সকলকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
রাজীব ভট্টাচার্য বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তাঁর সাহিত্য ও দর্শনের মাধ্যমে বিশ্বকে আলোকিত করেছেন, তাঁর পৈতৃক ভিটেয় এই হামলা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা শুধু বাঙালির নয়, সমগ্র বিশ্বের সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে অপমানজনক।” তিনি আরও জানান, এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রদেশ বিজেপি আজ বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে।
এই বিক্ষোভ কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে আহ্বান করেছেন রাজীব ভট্টাচার্য। ত্রিপুরার বিভিন্ন স্তরের মানুষ এই আন্দোলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।