নিজস্ব প্রতিনিধি || রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গোকুলনগর রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস পালিত হল শুক্রবার। মহাবিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাণিত দেব রায়, সম্পাদক, আজকের ফরিয়াদ। স্বাগত ভাষণ রাখেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক তমোজয় ব্রহ্ম। এছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী, রাজ্য ভাইস চেয়ারম্যান, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার এবং শ্রীমতি লিপিকা দেববর্মা, সম্পাদিকা, শিক্ষক সাংসদ, রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন শান্তা ভৌমিক সেন, আহ্বায়িকা, সংস্কৃতি কমিটি, রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহপূর্ণ উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।
এই আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথের সাহিত্য, সংস্কৃতি ও দর্শনের প্রতি শ্রদ্ধা জানানো হয়, যা উপস্থিত সকলের মনে গভীর ছাপ রেখেছে।


