নিউজ ডেস্ক || তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ সকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার রবীন্দ্র কাননে আয়োজন করা হয় ‘প্রভাতী কবি প্রণাম’ অনুষ্ঠানের। উপস্থিত অতিথিরা কবিগুরুর পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার, তথ্য সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, হর্টিকালচারের চেয়ারম্যান জহর সাহা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেববর্মা, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী কমল বরণ চক্রবর্তী এবং তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।
বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, “রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন কবি নন, তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের এক প্রেরণাদায়ক শক্তি। আজকের সমাজেও তার দর্শন, ভাবনা ও সৃষ্টি গভীরভাবে প্রাসঙ্গিক।” তিনি রবীন্দ্রনাথকে নিয়ে আরও বেশি চর্চার আহ্বান জানান এবং বলেন, “রবীন্দ্রনাথ আমাদের গর্ব, তিনি এই রাজ্যের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখেছেন। রাজ পরিবারের হাত ধরেই তিনি কিশোর কবির স্বীকৃতি পান এবং ত্রিপুরায় বসে বহু সাহিত্য সৃষ্টি করেন।”
অনুষ্ঠানটি ছিল এক আত্মিক ও সংস্কৃতিমূলক পরিবেশে আয়োজিত এক অনন্য শ্রদ্ধার্ঘ্য, যেখানে রবীন্দ্রনাথের আদর্শ ও সাহিত্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।