নিউজ ডেস্ক || ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে রাখি কিনতে গিয়ে ন্যাক্কারজনকভাবে সঙ্ঘবদ্ধ হামলার শিকার হয়েছেন দুই বোন রত্না শীল ও রুমা শীল। ঘটনাটি ঘটেছে গতকাল, ১১ আগস্ট, সন্ধ্যায় বিশ্রামগঞ্জ থানার চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি কলোনি এলাকায়।
রত্না ও রুমার একমাত্র ভাই প্রসেনজিৎ শীল গত ২৫ দিন আগে একই গ্রামের প্রতিবেশী গৃহবধূ মিতা পালের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ক্রমাগত ব্ল্যাকমেলের শিকার হয়ে আত্মহত্যা করেন। ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে দুই বোন পাড়ার এক ভাইকে রাখি বাঁধতে স্থানীয় স্টেশনারি দোকানে রাখি কিনতে যান। ফেরার পথে অভিযুক্ত মিতা পাল ও তার পরিবারের সদস্যরা তাদের উপর সঙ্ঘবদ্ধভাবে হামলা চালায়।
হামলায় গুরুতর আহত রত্না ও রুমার মধ্যে একজনের পা ভেঙে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়, পরে হাঁপানিয়া হাসপাতাল ও জিবি হাসপাতালে চিকিৎসার পর তারা সোমবার সকালে বাড়ি ফেরেন।
কিন্তু বিশ্রামগঞ্জ থানার পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। অসহায় এই দুই বোনকে কোনো সাহায্য না করে পুলিশ অভিযুক্ত প্রভাবশালী গৃহবধূ মিতা পালের পরিবারের পক্ষে সাফাই গাইছে বলে দাবি। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।