নিউজ ডেস্ক || আজ সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হল রাখীবন্ধন উৎসব। এই বিশেষ দিনে দেশের সীমান্তে কর্তব্যরত জওয়ানরাও বাদ পড়লেন না। আখাউড়া চেকপোস্টে দায়িত্ব পালনকারী বিএসএফ জওয়ানদের হাতে রাখী পরিয়ে দিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার নেত্রীরা। এই আন্তরিক মুহূর্তে জওয়ানদের মুখে হাসি ফুটিয়ে তাঁরা মিষ্টিমুখও করালেন।
রাখীবন্ধন, হিন্দু সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব, যা শ্রাবণ মাসে পালিত হয়। এই দিনটি ভাই-বোনের অটুট বন্ধন ও ভালবাসার প্রতীক। বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী পরিয়ে ভালবাসা ও শুভকামনা জানান, আর ভাইয়েরা জীবনভর তাঁদের রক্ষার প্রতিশ্রুতি দেন। আখাউড়ার এই উদযাপন দেশের জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের এক অনন্য প্রকাশ।


