নিউজ ডেস্ক || রাজধানীতে আগামী ৪ঠা অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে ‘মায়ের গমন’ শীর্ষক কার্নিভাল। এই উৎসবকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। আজ তুলসিবতী বিদ্যালয় সংলগ্ন কার্নিভালের স্থল পরিদর্শন করেছেন মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।
পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, “৪ঠা অক্টোবর কার্নিভালের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে স্থল পরিদর্শন করা হয়েছে।” তিনি আরও জানান, আগামী ২রা অক্টোবর পুনরায় কার্নিভাল স্থল পরিদর্শন করা হবে, যাতে কোনো সমস্যা ছাড়াই এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
এই কার্নিভাল রাজধানীর সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে বলে আশা করছেন আয়োজকরা। সকল প্রস্তুতি নিশ্ছিদ্র করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।