নিউজ ডেস্ক ।। নির্বাচন কমিশন সম্প্রতি রাজ্যসভার আটটি আসনের জন্য নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এই নির্বাচন আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে, এবং ফলাফলও ওই দিনই প্রকাশিত হবে। তামিলনাড়ু ও অসমের আটজন রাজ্যসভা সদস্যের মেয়াদ জুন ও জুলাই মাসে শেষ হচ্ছে, যার ফলে এই নির্বাচনের প্রয়োজন হয়েছে।
নির্বাচন কমিশনের বিবৃতি অনুযায়ী, অসম থেকে মিশন রঞ্জন দাস এবং বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ১৪ জুন অবসর নেবেন, ফলে দুটি আসন শূন্য হবে। অন্যদিকে, তামিলনাড়ু থেকে ছয়জন সদস্য—অম্বুমনি রামদোস, এম. শানমুগম, এন. চন্দ্রশেখরন, এম. মোহাম্মদ আব্দুল্লা, পি. উইলসন এবং ভাইকো—২৪ জুলাই অবসর নেবেন।
নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ২ জুন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১০ জুন, এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুন। ভোটারদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে, ব্যালট পেপারে পছন্দ চিহ্নিত করতে শুধুমাত্র রিটার্নিং অফিসারের দেওয়া বেগুনি রঙের বিশেষ স্কেচ পেন ব্যবহার করতে হবে। অন্য কোনো কলম ব্যবহার করা যাবে না।
নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে কমিশন পর্যবেক্ষক নিয়োগ করবে। এছাড়াও, কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে, যা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। ভোটগ্রহণের পর ১৯ জুনই গণনা শুরু হবে, এবং ২৩ জুনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
এছাড়াও, নির্বাচন কমিশন জানিয়েছে, চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনও ১৯ জুন অনুষ্ঠিত হবে।