ডঃ রাসমোহন সরকার ও ডঃ সুনীল রঞ্জন দেবের প্রতি শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার
নিউজ ডেস্ক || ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য খাতে গভীর শূন্যতার সৃষ্টি করেছে দুই বিশিষ্ট চিকিৎসকের প্রয়াণ। শুক্রবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডঃ রাসমোহন সরকার। এর কিছুদিন আগে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান মেডিসিন বিশেষজ্ঞ ডঃ সুনীল রঞ্জন দেব। এই দুই চিকিৎসকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
শনিবার, মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা প্রয়াত ডঃ রাসমোহন সরকারের বাসভবনে পৌঁছে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই দিনে তিনি প্রয়াত ডঃ সুনীল রঞ্জন দেবের বাসভবনেও যান। সেখানে তিনি প্রয়াত চিকিৎসকের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।
ডঃ রাসমোহন সরকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে এবং ডঃ সুনীল রঞ্জন দেব মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে রাজ্যের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছিলেন। তাঁদের প্রয়াণে রাজ্যের চিকিৎসা জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁদের অবদানের কথা স্মরণ করে বলেন, “এই দুই বিশিষ্ট চিকিৎসকের কাজ রাজ্যের মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।”
রাজ্যবাসীও এই দুই চিকিৎসকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।