নিউজ ডেস্ক || ত্রিপুরার বাইরে অধ্যয়নরত রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর জারি করেছে নয়াদিল্লিস্থিত ত্রিপুরা ভবনের রেসিডেন্ট কমিশনার। এই উদ্যোগের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে পড়াশোনারত ত্রিপুরার ছাত্রদের যেকোনো ধরনের সহায়তা প্রদানের লক্ষ্য নেওয়া হয়েছে।
নয়াদিল্লিস্থিত ত্রিপুরা ভবনের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীরা যেকোনো প্রয়োজনে ত্রিপুরা ভবনের যুগ্ম আবাসিক কমিশনার রঞ্জিত দাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাঁর মোবাইল নম্বর হল ৯৬১২৭৬৬২৩২। এছাড়াও, জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। টোল ফ্রি নম্বরগুলি হল ০১১-২৩০-১৫১৫৭ এবং ৯৮৭১০৩৫৯৪৪। এই নম্বরগুলিতে দিনরাত ২৪ ঘণ্টা সহায়তা পাওয়া যাবে।
এই উদ্যোগ ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। রাজ্য সরকারের এই পদক্ষেপ ছাত্রদের মধ্যে আস্থা ও নির্ভরতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।