নিউজ ডেস্ক ।। ত্রিপুরা সরকারের কঠোর অভিযান অব্যাহত। গত তিন বছরে রাজ্যে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রাখতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে প্রশাসন। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জানান, এই সময়সীমায় রাজ্যে মোট ৯৫টি অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কারখানায় তৈরি পিস্তল, দেশীয় তৈরি পিস্তল, রিভলবার এবং ৯ মিমি ও ৭.৬৫ মিমি বিশেষ মডেলের অস্ত্র।
২০২২ সালে ২৫টি, ২০২৩ সালে ৪৪টি এবং ২০২৪ সালে ২৬টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। এ ঘটনা প্রমাণ করে, রাজ্যে অবৈধ অস্ত্রের প্রচলন মোকাবেলায় সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। অভিযানে অভিযুক্ত ১৩০ জনের মধ্যে ১১১ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য বিধায়ক নির্মল সরকারের তারকা চিহ্নবিহীন প্রশ্নের লিখিত জবাবে উঠে এসেছে। রাজ্যে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।