নিউজ ডেস্ক || আজ দুপুরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের লাইব্রেরিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেছে। বৈদ্যুতিক তার জ্বলার কারণে মুহূর্তেই লাইব্রেরিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা কর্মী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
লাইব্রেরিয়ান ইন্দানী সাহা জানান, মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ লাইব্রেরির বৈদ্যুতিক বোর্ডে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। ঘটনার খবর পেয়ে কলেজের অধ্যক্ষ ড. পিনাকী পাল তাৎক্ষণিকভাবে লাইব্রেরিতে প্রবেশ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন, যার ফলে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। পরবর্তীতে কলেজের কর্মীরা জল ঢেলে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।
ঘটনার খবর পেয়ে কৈলাসহর দমকল বাহিনী, থানার পুলিশ এবং টিএসআর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। লাইব্রেরিয়ান জানান, লাইব্রেরিতে প্রায় এক লক্ষেরও বেশি বই রয়েছে এবং পাশেই বড় বড় ভবন ও ঘনবসতি অঞ্চল রয়েছে। যদি সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনা যেত, তাহলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি ছিল, যা কলেজসহ আশপাশের এলাকায় বিধ্বংসী ক্ষতি করতে পারত।
এলাকাবাসীরা জানান, কলেজ খোলা থাকায় এবং দ্রুত পদক্ষেপের কারণে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে, এই ঘটনা ভবিষ্যতে বৈদ্যুতিক ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।