নিউজ ডেস্ক || ভারতীয় রেলকে ব্যবহার করে ত্রিপুরায় হেরোইন, ইয়াবা, কফ সিরাপসহ বিভিন্ন নেশা দ্রব্য পাচারের গুরুতর অভিযোগ তুলে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। রবিবার সংগঠনের সভাপতি নীল কমল সাহা মন্ত্রীর উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে কঠোর ব্যবস্থার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে নীল কমল সাহা অভিযোগ করেন, রেলপথের মাধ্যমে রাজ্যে অবাধে মাদক প্রবেশ করছে, কিন্তু পুলিশের হাতে ধরা পড়লেও কাউকে গ্রেফতার করা হচ্ছে না। সম্প্রতি জিরানিয়া রেলস্টেশনে দুটি পূর্ণ বগিতে ফেনসিডিলসহ বিপুল পরিমাণ নেশা দ্রব্য বাজেয়াপ্ত হয়েছে, তবু জড়িতদের কেউ আটক হয়নি। তিনি লেখেন, “রেলের শিস বাজানোর দিনটা ছিল রাজ্যের জন্য উৎসবের মতো। উন্নয়ন ও কর্মসংস্থানের আশায় মানুষ উচ্ছ্বসিত হয়েছিল। কিন্তু আজ সেই একই রেলপথ মাদক ও কফ সিরাপ পাচারের পথ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের যুব সমাজ ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ছে, যা গভীর উদ্বেগের বিষয়।”
যুব কংগ্রেসের দাবি, এই পাচার সম্ভব হচ্ছে রেল কর্তৃপক্ষের উদাসীনতা এবং শাসক দলের প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার কারণে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “যারা রেল ব্যবহার করে মাদক পাচার করছে, তারা সাধারণ ব্যবসায়ী নয়— শাসক দলের প্রভাবশালী ব্যক্তিরাই এর সঙ্গে জড়িত। পুলিশও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে।” এ ধরনের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে, ফলে ত্রিপুরা দক্ষিণ-পূর্ব এশিয়ার মাদক পাচারের ‘করিডর’ হিসেবে পরিচিতি পাচ্ছে বলে অভিযোগ।
সংগঠন রেলমন্ত্রীর কাছে দাবি করেছে, ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে দেশে অপরাধীদের কাছে কঠোর বার্তা পৌঁছায়। রেলের সুনাম ও নিরাপত্তা রক্ষায় এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন যুব কংগ্রেস সভাপতি।


