নিউজ ডেস্ক || ত্রিপুরা রাজ্যে প্রায় ২ হাজারেরও বেশি রেশন ডিলারকে একটি সংগঠনের ছাতার তলায় আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ আগরতলা পুর নিগম এলাকার রেশন ডিলারদের সংগঠন, ত্রিপুরা ন্যায্য মূল্য পরিচালক সদর এএমসি কমিটির ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী চৌধুরী বলেন, “রাজ্যের সব রেশন ডিলার যদি এক ছাতার তলায় আসেন, তাহলে সরকারের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হবে। এতে সুযোগ-সুবিধা প্রদান, সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অনেক সহজ হয়ে যাবে।”
তিনি আরও জানান, রেশন ডিলারদের নিয়ে ইতিমধ্যেই এএমসি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন রেশন ডিলারদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরকে তিনি একটি গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।
রক্তদানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, “রক্তের কোনও বিকল্প নেই। এটি মানব সেবার একটি মহান কাজ। সমাজের প্রতিটি মানুষের উচিত রক্তদানে এগিয়ে আসা।”
উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যে বর্তমানে ২ হাজারেরও বেশি রেশন ডিলার রয়েছেন, যার মধ্যে শুধুমাত্র আগরতলা পুর নিগমের আওতায় রয়েছে ২৫৭টি রেশন দোকান। এই সম্মেলন ও রক্তদান শিবির রেশন ডিলারদের ঐক্য এবং সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।