নিজস্ব প্রতিনিধি || লংতরাইভ্যালি মহকুমা অন্তর্গত হারিয়া মনি রুয়াজা পাড়া এলাকায় একটি পরিত্যক্ত স্থান থেকে প্রায় ১০০ কার্টুন অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। আটককৃত এই সিগারেটের বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক মোনাক চরন জমাতিয়া।
গোপন সূত্রে খবর পেয়ে মানিকপুর থানার অন্তর্গত এই এলাকায় অভিযান চালায় পুলিশ। জানা গেছে, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ সিগারেট মজুদ করা হয়েছিল। মোনাক চরন জমাতিয়ার নেতৃত্বে অভিযানে অংশ নেন মানিকপুর থানার ওসি নিউটন জমাতিয়া, ছামনু থানার এসআই কপিল পাল সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
উদ্ধারকৃত সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে, তবে এর মালিক কে বা কারা, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন এসআই কপিল পাল। পুলিশের এই সাফল্য লংতরাইভ্যালি এলাকায় অবৈধ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।