নিউজ ডেস্ক || লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ আহমেদাবাদের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। হিন্দুস্তান সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই ফ্লাইটে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন, যিনি ছিলেন যাত্রী নম্বর ১২। তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সূত্রের দাবি, তিনি এই দুর্ভাগ্যজনক বিমানে উপস্থিত ছিলেন।
বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন—২৩০ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, ২ জন শিশু এবং ১২ জন ক্রু সদস্য। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। আহমেদাবাদ বিমানবন্দরের জরুরি দল, দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
এই ঘটনায় এখনও হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এই দুর্ঘটনা নিয়ে দেশজুড়ে শোক ও উদ্বেগ বিরাজ করছে।