নিজস্ব প্রতিনিধি || আগরতলার বর্ডার গুলচক্কর এলাকায় লাইট হাউজ ফ্ল্যাট প্রকল্পের ফ্ল্যাট না পাওয়ায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা গ্রাহকরা আজ টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং ডিপার্টমেন্ট (টুডা) অফিসে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২২ সালের মধ্যে তাদের ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ পর্যন্ত তারা ফ্ল্যাট পাননি। তারা জানান, একাধিক কিস্তিতে টাকা জমা দেওয়ার পরও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
গ্রাহকদের দাবি, যদি দ্রুত তাদের ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে তারা জমা দেওয়া টাকা ফেরত চান। এ বিষয়ে তারা রাজ্যের জয়েন্ট সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
দীর্ঘ প্রতীক্ষার পরও কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ ও হতাশ গ্রাহকরা আশাবাদী, মুখ্যমন্ত্রী দ্রুত সমস্যাটির সমাধানে কার্যকরী পদক্ষেপ নেবেন।