নিউজ ডেস্ক || গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে ১৬৭.৪ কোটি টাকা ব্যয়ে সংস্কারকৃত বহুমুখী সুযোগ-সুবিধা সম্বলিত ‘লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি’র উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি, দ্বিতীয় পর্যায়ে ৪২৫.৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, বিদেশ দফতরের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা, ডিজিপি ড. হরমিত সিং এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অ্যাকাডেমিটি ৩৪০ একর জমিতে বিস্তৃত এবং দুটি পর্যায়ে মোট ১,০২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। প্রথম পর্যায়ের পাঁচতলা ভবনে স্মার্ট ক্লাসরুম, অস্ত্র উদ্দীপক, গবেষণাগার, প্রশাসনিক অফিস, আধুনিক প্যারেড গ্রাউন্ড এবং একটি জাদুঘর রয়েছে। দ্বিতীয় পর্যায়ে থাকবে ২৪০টি আবাসিক কোয়ার্টার, ৩১২ জন কর্মকর্তা/কর্মচারী এবং ২,৬৪০ জন প্রশিক্ষার্থীর জন্য হোস্টেল।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “এই অত্যাধুনিক অবকাঠামো অসমসহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের পুলিশ প্রশিক্ষণকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”